মেহের আমজাদ, মেহেরপুরঃ ফেনসিডিল পাচার মামলায় গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের রায়হান নামের এক যুবকের ৫ বছরের কারাদন্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরো ৩ মাসের জেল দেওয়া হয়েছে।
গতকাল সোমবার বিকেলে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক মোঃ রবিউল হাসান ওই সাজা দেন। সাজাপ্রাপ্ত আসামী রায়হান ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৬ ডিসেম্বর গাংনীর বামুন্দী ক্যাম্প পুলিশের এসআই সামসুম হক পার্শ্ববর্তী ছাতিয়ান গ্রামের মোড়ে তল্লাশী চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ রায়হানকে আটক করে। এসআই সামসুল হক বাদূ হয়ে আসামি রায়হানের বিরুদ্ধে গাংনী থানায় একটি মামলা করেণ। প্রাথমিক তদন্ত শেষে আদালতে একটি অভিযোদপত্র দাখিল করেন। মামলায় মোট ১২ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় দেন।
মামলায় রাষ্ট্র পক্ষের কৌসুলি ছিলেন পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য। আসামী পক্ষের কৌসুলি ছিলেন অ্যাড. মিয়াজান আলী ও অ্যাড, আব্দুল্লাহ আল মামুন রাসেল।