14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফারাক্কা চুক্তি দ্রুত নবায়ন ও ভারতের সাথে ৫৪ টা নদীর পানির হিস্যা আদায়ে তৎপর হতে হবে -রফিকুল ইসলাম বাবলু

Link Copied!

আগামী বছর ফেব্রুয়ারি মাসে ফারাক্কা চুক্তি শেষ হবে তার আগেই চুক্তি নবায়ন করতে হবে। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কে দ্রুত আলোচনা করতে অনুরোধ ও একই সাথে ভারতের সাথে ৫৪ টা নদীর পানির হিস্যা আদায়ে তৎপর হবার কথা বলেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান ও ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ।

আজ ১৬ মে ২০২৫ ইং জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী  অনুসারী পরিষদ কর্তৃক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দীর্ঘদীন আমাদের দেশ পরিচালনা করেছে ফ্যাসিবাদি দল আওয়ামী লীগ। শেখ মুজিব এবং শেখ হাসিনা ভারতের সাথে নতজানু হয়ে ভারতের ইচ্ছামত তাদের সুবিধামত সকল চুক্তি করেছেন। এখন যে সরকার প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ভালো মানুষ এবং তিনি ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারেন। তিনি শেখ হাসিনার মতো বাইডেন এর সাথে ছবি তোলার জন্য দৌড় দেন না বড়ং ইউনুস এর সাথে ছবি তোলার জন্য বাইডেন বা তার চেয়ে বড় ব্যক্তিও সেলফি তোলার চেষ্টা করেন। ভারত কি ফারাক্কা চুক্তি নবায়ন করবে? মনে হয় করবে না। তারা পারলেতো বাংলাদেশের মানুষকে পুরিয়ে মারে। সুযোগ পেলেই তাদের দেশ থেকে মানুষ বাংলাদেশে ঢুকানোর চেষ্টা চালায়। অতএব আলোচনা চালিয়ে চুক্তি নবায়ন করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, মাওলানা ভাসানী অসাধারণ দূরদর্শী সম্পন্ন নেতা ছিলেন তিনি বলে গিয়েছেন পানির জন্য বিশ্বযুদ্ধ হতে পারে। বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট এমন কোন বিষয় নাই যার সাথে মাওলানা ভাসানী নাই। ভারত, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে, আমাদের নাই, আমরা ওই অস্ত্র তৈরির চেষ্টাও করি নাই। তবে বর্তমানে আমাদের শক্তি এবং শান্তি দুটোই লাগবে। শক্তি ছাড়া শুধু শান্তি দিয়ে আমরা টিকতে পারবো না।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান  সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম, প্রেসিডিয়াম সদস্য ও দলের মুখপাত্র মোঃ আব্দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য পারভীন নাসির খান ভাসানী, বাবুল বিশ্বাস সহ জাতীয় নেতৃবৃন্দ।

http://www.anandalokfoundation.com/