14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফল আমদানিতে বাড়তি শুল্ক প্রত্যাহারের দাবি ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের

SDutta
January 29, 2025 9:50 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ফল আমদানিতে বাড়তি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। বুধবার ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর রুণি মিলনায়তনে এ দাবি করেন সংগঠনের সভাপতি হাজী সিরাজুল ইসলাম।

সিরাজুল ইসলাম বলেন, ‘ফলমূল কোনো বিলাসবহুল পণ্য নয়। প্রতিটি মানুষের অন্যান্য খাবারের সঙ্গে ফলমূল খাওয়াও খুবই জরুরি। কিন্তু হঠাৎ করে ফলমূলকে বিদেশি পণ্য হিসেবে দেখিয়ে অধিক মাত্রায় শুল্ক আদায় করা হচ্ছে। এতে মানুষের পুষ্টির ঘাটতি হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রতি কেজি আপেল, মাল্টা ও কমলায় শুল্ক দিতে হচ্ছে ১২০ টাকা। যা দুই বছর আগে ছিল মাত্র ৪০ টাকা। সম্প্রতি এসব ফল আমদানিতে সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়েছে। এতে প্রতি কনটেইনার ফল আমদানিতে ৩ থেকে ৪ লাখ টাকা বর্ধিত শুল্ক দিতে হচ্ছে।’

ফল আমদানিকারকরা জানান, দেশে প্রায় ৫০০-৬০০ ফল আমদানিকারক রয়েছে। পাইকারি ব্যবসায় আছে ৫০ থেকে ৬০ হাজার। আর খুচরা ব্যবসায়ী রয়েছেন ৫ থেকে ৬ লাখ। এসব ব্যবসায় প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় ৩০ লাখ লোকের জীবিকা নির্বাহ হচ্ছে।

সহ সভাপতি ফারুক সিদ্দিকী বলেন, দেশে ফল উৎপাদন হয় চাহিদার ৩৫-৪০ শতাংশ। বাকি ৬০-৬৫ শতাংশ তাজা ফল বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়।

তিনি ঘোষণা দেন, আগামী সোমবারের মধ্যে বাড়তি সম্পূরক শুল্ক প্রত্যাহার করা না হলে পরদিন (মঙ্গলবার) থেকে দেশের সব স্থল ও নৌবন্দর থেকে আমদানিকৃত তাজা ফল খালাস বন্ধ রাখা হবে।

http://www.anandalokfoundation.com/