মধুখালী প্রতিনিধি: আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল লি. এর আয়োজনে প্রশিক্ষণ ভবনে ২০১৯-২০১২০ রোপন মৌসুমে আখের উন্নত প্রযুক্তি মাঠে বিস্তারের লক্ষ্যে চাষী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহা-ব্যবস্থাপক (কৃষি) তপন কুমার মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর চিনিকলের নবাগত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল বারী।
চাষী সমাবেশ ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মহা-ব্যবস্থাপক (প্রশাসন) মো. রেজাউল করীম, ফচিক শ্রমজীবি ইউনিয়নের সভাপতি শাহ্ মো. হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক কাজল বসু, ফরিদপুর চিনিকল জোন এলাকার আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সাবেক
সভাপতি মো. আকরাম হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আখচাষী মো. ওহিদুজ্জামান বাবলু মিয়া, আদর্শ কৃষক আব্দুল হাই বাশী মিয়া প্রমুখ।
মতবিনিময় সভায় আখচাষে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং চিনিকলকে লাভজনক প্রতিষ্ঠানের রূপান্তরের বিষয়ে সকলকে কাজ করার আহবান জানান প্রধান অতিথি।