ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত ১৬ স্কুল শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
শিক্ষার্থীরা জানায়, বৃহস্পতিবার সকালে সদর উপজেলার খলিলপুর উচ্চ বিদ্যালয়ের অ্যাসেম্বলি চলাকালীন এক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে শিক্ষার্থীরা ক্লাসে যাওয়ার পর বিভিন্ন শ্রেণীকক্ষে অন্তত আরো ৪০ জন অসুস্থ হয়ে পড়ে। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এর মধ্যে ২৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। অন্য ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।