ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রযোগিতা অনুষ্ঠিত

Link Copied!

ফরিদপুরে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ শুক্রবার নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাসলিমা আলী, জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, জেলা প্রশাসকের সহধর্মিনী শতাব্দী সরকার, ডি ডি এল জি এর সহধর্মীনি জিনিয়া আহমেদ প্রমুখ।

এর আগে জাতীয় সংগীত, মশাল প্রজ্জ্বলন, এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতা শুরু হয়। এসময় উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই অনুষ্ঠান উপভোগ করে।

http://www.anandalokfoundation.com/