ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

প্রবীর সিকদারকে ক্ষতিপূরণ দিতে হবে

admin
August 19, 2015 9:40 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসির মামুন বলেছেন, ‘যে আইনে প্রবীর সিকদারকে গ্রেফতার করা হয়েছে সে আইনে তাকে গ্রেফতার করা যায় কিনা তা ভেবে দেখতে হবে। এই গ্রেফতারের সঙ্গে যে সব পুলিশ জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সঙ্গে সাংবাদিক প্রবীর সিকদারকে ক্ষতিপূরণ দিতে হবে।

সাংবাদিক প্রবীর সিকদারের নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার জাতীয় প্রেস ক্লাবের গেটে আয়োজিত এক প্রতীক অনশনে তিনি এ কথা বলেন। বিক্ষুব্ধ সাংবাদিক সমাজের ব্যানারে এ প্রতীক অনশন আয়োজন করা হয়। তিনি বলেন, ঘাপটি মেরে থাকা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী প্রবীর সিকদারের মতো সাংবাদিককে গ্রেফতার করিয়ে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করছে। যারা সরকারের ভাবমূর্তি বিনষ্টের সঙ্গে জড়িত তারা সরকারের বন্ধু নয়। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত। সাংবাদিক প্রবীর সিকদারের মতো পরীক্ষিত মানুষকে গ্রেফতারের ঘটনার সঙ্গে যারা জড়িত তারা এই সরকারের বন্ধু হতে পারে না।

প্রতীক অনশনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিবেশবিদ ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ‘৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবির, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরী সোহেল, সাম্প্রদায়িকতাবিরোধী সাংবাদিক মঞ্চের সভাপতি আশীষ কুমার দে, সাংবাদিক পুলক ঘটক প্রমুখ।

কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ষড়যন্ত্রমূলক মামলায় প্রবীর সিকদারের মতো পঙ্গু সাংবাদিককে গ্রেফতার করে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে বসিয়ে রাখা মানবাধিকারের চরম লঙ্ঘন। দেশের মানুষ এ ধরনের কাজকে বরদাস্ত করতে পারে না। এই সরকারের সময়ে দেশের মানুষ এটা আশা করে না।

সাংবাদিক শাহরিয়ার কবির বলেন, মুক্তিযুদ্ধে যার এত বড় ত্যাগ, প্রধানমন্ত্রী যাকে চেনেন এবং প্রধানমন্ত্রীর দেওয়া টাকায় যার চিকিৎসা হয়, পুলিশ তাকে কীভাবে গ্রেফতার করে তা দেশের মানুষ জানতে চায়। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তি ও সাংবাদিক প্রবীর সিকদারকে নিরাপত্তা দেওয়ার জন্য দাবি করেন তিনি।

হাসান তারিক চৌধুরী বলেন, সরকারের মধ্যে আরেক সরকার বাস করছে। এরা প্রবীর সিকদারকে শেষ করার জন্য সক্রিয় রয়েছে। একই সঙ্গে তারা সরকারের বিচার প্রক্রিয়াকেও প্রশ্নবিদ্ধ করতে চায়। প্রবীর সিকদারের মতো মানুষকে আর গ্রেফতারের ঘটনা যাতে না ঘটে তার জন্য সেকশন ৫৭(১) ধারা বাতিল করতে হবে।

আশীষ কুমার দে বলেন, সাংবাদিক প্রবীর সিকদারের জামিনের মধ্যদিয়ে প্রমাণ হয়েছে জনগণের সংগ্রাম বৃথা যায় না। শুধু জামিন নয়, প্রবীর সিকদারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে হবে। সাংবাদিক প্রবীর সিকদারের জামিনের খবর এসে পৌঁছালে নির্ধারিত সময়ের আগেই প্রতীক অনশন স্থগিত করা হয়। ফরিদপুর কারাগার থেকে বুধবার দুপুর ২টায় সাংবাদিক প্রবীর সিকদার ছাড়া পান। এর আগে বুধবার ফরিদপুরের ১নং আমলি আদালতে হাজির করা হলে বিচারক হামিদুল ইসলাম তার জামিন আবেদন মঞ্জুর করেন। সাংবাদিক প্রবীর সিকদারের পক্ষের আইনজীবী আলী আশরাফ নান্নু জামিনের কপি নিয়ে জেল গেটে যান। এরপর যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করার পর এই সাংবাদিককে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

গত রবিবার সন্ধ্যায় ঢাকার ইন্দিরা রোডে তার অনলাইন পত্রিকা কার্যালয় থেকে প্রবীর সিকদারকে ধরে ডিবি কার্যালয়ে নিয়ে রাতেই ফরিদপুরে পাঠানো হয়। পরে তাকে ফরিদপুর কোতয়ালী থানায় রাখা হয়। কোতয়ালী থানায় তথ্যপ্রযুক্তি আইন-২০০৬ সালের (সংশোধিত-২০১৩)-এর ৫৭(১) ধারায় একটি মামলা করে তাকে গ্রেফতার দেখানো হয়।

http://www.anandalokfoundation.com/