ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

প্রবীরের রিমান্ড ভুল রায়, জামিনে শুধরানো হয়েছে

admin
August 20, 2015 7:48 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ নিম্ন আদালতে সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুরকে ভুল রায় বলে অভিহিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। একইসঙ্গে তার জামিন দেওয়াকে ভুল শুধরানো বলে মন্তব্য করেছেন তিনি। আইনমন্ত্রী বলেন, ‘বিচারপ্রার্থী সুবিচার পেয়েছেন কিনা সেটাই আসল বিষয়। যদি কোনো কারণে কোনো আদেশে ভুল হয়ে থাকে সেটা শুধরানোর সুযোগ থাকে। প্রবীর সিকদারের ক্ষেত্রেও তা শুধরানো হয়েছে, ভালইতো হয়েছে। এখানে খারাপ তো কিছু নাই।

সাংবাদিক প্রবীর সিকদারকে মামলা ছাড়া আটক, এরপর মামলা করে রিমান্ড মঞ্জুর এবং রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই জামিন পাওয়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এই মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, কোনো ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গের সমস্যার কারণে ওই ব্যক্তির নিজের কাজ সারতে সমস্যা (পঙ্গু) হলে তাকে সঙ্গে সঙ্গে জামিন দেয়া উচিৎ। ভুলবশত হোক বা যে কারণেই হোক তাকে প্রথম দিন জামিন দেয়া হয় নাই।

অনেকেই সমালোচনা করছেন সরকারের উচ্চপর্যায় থেকে হস্তক্ষেপের পর প্রবীর সিকদারকে জামিন দেওয়া হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। এমনটা যদি হয়ে থাকে সেটা উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই। এটা বিচার বিভাগের বিষয়। তিনি বলেন, প্রবীর সিকদারের পক্ষে কোর্টে কোনো আইনজীবীর না দাঁড়ানোর বিষয়টা দুঃখজনক। এটা আইনজীবীদের বিবেচনা করা উচিৎ ছিল। আশা করি তারা বিষয়গুলো ভবিষ্যতে বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন।

জঙ্গি অর্থায়নে ধরা পড়া তিন আইনজীবীর বিষয়ে মন্ত্রী বলেন, আমার মনে হয় এখানে কে আইনজীবী তার প্রতি গুরুত্ব না দিয়ে তিনি কোন দলের তা গুরুত্বেও সঙ্গে দেখা দরকার। ব্যারিস্টার যে মহিলা গ্রেফতার হলেন তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেত্রী। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিএনপির ঘোষিত কর্মসূচিতে জনগণের কোনো সাপোর্ট না থাকার কারণে তারা গোপনে জঙ্গি অর্থায়ন করে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। মন্ত্রী বলেন, দলটির প্রথম স্তরের নেতাকর্মীরা যখন এ সব অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ার কারণে জেলে আছেন বা পালিয়ে বেড়াচ্ছেন তখন দ্বিতীয় বা তার পরের স্তরের নেতাকর্মীরা এ সব কাজে জড়াচ্ছে। এই ঘটনা তারই একটি প্রমাণ।

সম্প্রতি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা বাড়ার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘দেখেন আউট অব দ্য ল বুক- কোনো ইনকোয়ারি বা ইনভেস্টিগেশনের পক্ষে আমি নয়। আইনের বইয়ে লেখা আছে কিভাবে ইনকোয়ারি করতে হবে। এ রকম কোনো (ক্রসফায়ারের) অভিযোগ উঠলে তারও তদন্ত হতে পারে। তদন্ত হওয়া উচিৎ আইনের বইয়ে লেখা নিয়ম অনুযায়ী।

http://www.anandalokfoundation.com/