বিশেষ প্রতিবেদকঃ বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সব মন্ত্রণালয় ও বিভাগের চুক্তি হবে আজ বৃহস্পতিবার। প্রধানমন্ত্রীর পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম। সব মন্ত্রণালয় ও বিভাগের পক্ষে সংশ্লিষ্ট সচিবরা চুক্তিতে স্বাক্ষর করবেন।
গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও অন্যান্য মন্ত্রণালয় এবং বিভাগের মধ্যে যে চুক্তিটি স্বাক্ষর হবে, তা মূলত একটি অঙ্গীকারনামা। সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এ চুক্তির প্রবর্তন করা হয়েছে।
সচিব বলেন, ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে ৮৪টি মন্ত্রণালয় ও বিভাগ রূপকল্প-২০২১, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন পরিকল্পনা, অন্যান্য কর্মসূচি এবং সুশাসন সংহত করতে অঙ্গীকার ব্যক্ত করা হবে এ চুক্তির মাধ্যমে। আজ সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর হবে।