বিশেষ প্রতিবেদকঃ চট্টগ্রামে প্রতিমা ভাংচুর এবং ফরিদপুরের মধুখালীর বৈকন্ঠপুরে আদিবাসী প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।
আজ ১৫ই মে সোমবার বিকেল ৪.১৫ মিনিটে প্রতিমা ভাংচুর ও ধর্ষণের প্রতিবাদে এবং দুর্বৃত্তদের বিচারের দাবিতে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের উদ্যোগে ঢাকায় জাতীয় প্রেস-ক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করা হয়।
গত ১৩ মে চট্টগ্রাম মহানগরের গোসাইলডাঙ্গা এলাকায় রাতের আঁধারে শিব মন্দিরের প্রতিমা ভাংচুর করে দুর্র্বৃত্তরা। তারা মন্দির চত্বরেই প্রতিমার অংশ জড়ো করে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া মন্দিরের সীমানা দেয়ালে খোদাই করা সনাতন ধর্মের দেব-দেবীর প্রতিকৃতিতে কালো টেপ লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। গত শনিবার রাত ১০ টার পর থেকে গতকাল রোববার সকাল ৬ টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। পুলিশ শুক্কুর (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে।
এছাড়া ফরিদপুরের মধুখালী উপজেলার বৈকন্ঠপুর গ্রামে টেটন সরকারের প্রতিবন্ধী কিশোরী কন্যা নুপুরকে ধর্ষণ করেছে এলাকার সাত সন্তানের জনক জনৈক আফসার শেখ। পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে।
মানববন্ধনে ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি নির্মল কুমার চ্যাটার্জী, বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রমেন মন্ডল, মনীন্দ্র কুমার নাথ, এ্যাড. শ্যামল কুমার রায়, কিশোর রঞ্জন ম-ল, কিশোর কুমার বসু রায় চৌধুরী পিন্টু, ব্রজগোপাল দেবনাথ, রবীন্দ্রনাথ বসু, বিপ্লব কুমার দে, নারায়ন সাহা অপু, প্রাণতোষ আচার্য্য শিবু, সাগর হালদার, রেবেকা গোমেজ, তপু গোপাল ঘোষ, সন্দিপ সরকার, কৃষ্ণ চন্দ্র সুর, সজিব ঘোষ, মানিক ম-ল, বিনয় কুমার ঘোষ প্রমুখ।