বিশেষ প্রতিবেদকঃ শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ থাকা পোশাকশিল্প কারখানাগুলো খুলে দেওয়ায় স্বাগত জানিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে কারখানা চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মন্ত্রিসভার সদস্যরা।
তা ছাড়া মন্ত্রিসভা এশিয়া-প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্ট (আপটা) সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে। এতে নতুন সদস্য হিসেবে মঙ্গোলিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং শুল্ক ছাড়ের ক্ষেত্রে তালিকাভুক্ত হয়েছে নতুন পণ্য।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, বাংলাদেশ থেকে ৬০২টি পণ্যের শুল্ক ছাড়ের সুযোগ দেওয়া হবে সদস্য দেশগুলোতে।
বর্তমানে আপটার সদস্য বাংলাদেশ, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা ও লাওস। সব সদস্য দেশ সংশোধনী প্রস্তাব দিলে আগামী ১৩ জানুয়ারি থাইল্যান্ডে মন্ত্রী পর্যায়ের বৈঠকে সংশোধনী চূড়ান্ত হবে।