এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজ সকাল ৯ টা হতে একযোগে জঙ্গি বিরোধী মানব বন্ধন পালিত হবে। সোমবার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের উপর মানব বন্ধন এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা এ মানব বন্ধনে অংশগ্রহণ করবেন।
প্রতিষ্ঠান প্রধান সূত্রে জানা যায়, পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজের উপাধ্যক্ষ স.ম আতিয়ার রহমান, কুমিরা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ লুৎফুন আরা জামান, পাটকেলঘাটা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ শেখ আব্দুল হাই, আমিরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমান, কুমিরা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাশ, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকৃতি কুমার রায় এ মানব বন্ধনে নেতৃত্ব দেবেন।