পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় মানববাধিকার সুরক্ষা, সচেতনতা ও আইন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর উদ্যোগে বুধবার সকালে স্থানীয় ব্র্যাক কার্যালয়ে মাওঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক অপু মন্ডল, মুক্তিযোদ্ধা আরশাদ আলী, মাওঃ আহম্মদ আলী, মাওঃ আব্দুল কাদির, ইলিয়াস হোসেন, হিন্দু বিবাহ রেজিঃ অনুকূল ব্যানার্জী, ইমাম হাফেজ উকিল উদ্দীন বিশ্বাস, বাহারুল ইসলাম, আলমগীর কবির, মুজাহিদুল ইসলাম, সুব্রত কুমার দাশ, সাংবাদিক ইমদাদুল হক, ঝুমা খাতুন, আন্দ্রিয় ডি রোজারিও, আব্দুর রব, পূর্ণিমা রায়, শাহানারা খাতুন ও হোসনেয়ারা খাতুন, আবু জাফর। অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাকের সিনিয়র ফেসিলিটেটর নিতাই কুমার ভৌমিক।