পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের এক সংবাদ সম্মেলন মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল।
উপস্থিত ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি জিএম মিজানুর রহমান, সম্পাদক হাফিজুর রহমান রিন্টু, গাজী সালাম, এসএম আলাউদ্দীন সোহাগ, জিএ গফুর, এম মোসলেম উদ্দীন, আলাউদ্দীন রাজা, বি সরকার, ইমদাদুল হক, এসএম বাবুল আক্তার, øেহেন্দু বিকাশ, নজরুল ইসলাম, প্রমথ রঞ্জন সানা, আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, কৃষ্ণ রায়, আব্দুর রাজ্জাক বুলি, ইমদাদুল হক, এম আহসান উদ্দীন বাবু ও অমল কৃষ্ণ মন্ডল। সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য দপ্তরের পক্ষথেকে নেতিবাচক সংবাদ পরিহার করে মৎস্য খাতে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে ইতিবাচক ও গঠন মূলক সংবাদ প্রচারের জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানানো হয়।