13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় গৃহবধুর আত্মহত্যা

admin
July 6, 2016 9:19 pm
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ  পাইকগাছায় তপতী মন্ডল (৩০) নামে এক গৃহবধু গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তপতী মৃত্যু বরণ করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

তপতী রানী মন্ডল পার্শ্ববর্তী কয়রা উপজেলার কালিকাপুর গ্রামের পবিত্র মন্ডলের স্ত্রী। থানার এসআই স্বপন রায় জানান, তপতী দম্পতি পাইকগাছা পৌর সদরের ভাড়া বাড়িতে দীর্ঘদিন বসবাস করে আসছে। ঘটনার দিন মঙ্গলবার রাতে নিজ বসতঘরে তপতী মন্ডল গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে রাত ২টার দিকে কর্তব্যরত ডাক্তাররা তপতীকে মৃত ঘোষনা করে।

বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায়  থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি মারুফ আহম্মদ জানিয়েছেন। যার নং ৩৮/১৬।

http://www.anandalokfoundation.com/