পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় গবাদিপশুর ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে ও “দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রাণী সম্পদ উন্নয়ন” প্রকল্পের অর্থায়নে বুধবার সকালে পুরাইকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, আ’লীগ নেতা শেখ মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সাংবাদিক এসএম আলাউদ্দীন সোহাগ ও আব্দুল আজিজ, সহকারী শিক্ষা অফিসার শোভা রায়।
উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুল খালেক, যুবলীগনেতা শেখ মাসুদুর রহমান, ইউপি সদস্য আবু হাসান গাজী, নূর আলী মোড়ল, নূর আলী শেখ, প্রাণী সম্পদ দপ্তরের মাঠ কর্মী কামরুল আবেদীন, কেএম তৈয়্যাব আলী, সুবোধ রায়, পরিমল কুমার কবিরাজ ও ফসিয়ার রহমান। ক্যাম্পেইনে এলাকার ৫ শতাধিক গবাদিপশু (গরু-ছাগল) কে ফ্রি খুরা ও প্লেগ রোগের ভ্যাকসিনেশন করা হয়।