ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পল্লী জনগোষ্টির মাঝে ই-কমার্স পৌঁছে দেবার লক্ষে মেহেরপুরে ইয়ং বাংলার মতবিনিময় সভা

admin
May 24, 2016 10:16 am
Link Copied!

মেহের আমজাদ,মেহেরপুরঃ কৃষি নির্ভর দেশ বাংলাদেশ। অথচ কৃষকরা প্রতিনিয়ত তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। মধ্যসত্বভূগীদের কাছে জিম্মি হচ্ছে গ্রামের কৃষকরা। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষে বাংলাদেশে কাজ করছে ইয়ং বাংলা। ‘আমার দেশ আমার গ্রাম ই-শপ’ প্রকল্পের মাধ্যমে দেশজুড়ে উদ্যোক্তা তৈরি করে তাদের প্রশিক্ষনে কাজ করছে তারা। এতে পল্লী জনগোষ্ঠির অর্থনৈতিক দূরত্ব কমিয়ে আয়ের সূযোগ তৈরি হবে।

সেই লক্ষে রোববার বিকেলে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্যের নিজ বাসভবনে তরুনদের সাথে মতবিনিময় সভা করেছে ইয়ং বাংলা। সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা সভাপতি আদিব হোসেন আসিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ‘আমার দেশ আমার গ্রাম’ প্রকল্প’র ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান, নির্বাহী পরিচালক সাদিকা হাসান সেঁজুতি, উপ-পরিচালক ইজলাল, জি.টি.ভির নির্বাহী প্রযোজক ড.বায়েজিদ মোড়ল, জি.টি.ভি জেলা প্রতিনিধি রফিকুল আলম। উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, জেলা ছাত্রলীগের সহসভাপতি একে আজাদ সাগর, শহর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ফেরদৌস শোভন প্রমুখ।

‘আমার দেশ আমার গ্রাম’ প্রকল্প’র কর্মকর্তারা জানান, মেহেরপুর থেকে ২০ জন তরুন বাছাই করা হবে। তাদেরকে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে খুলনায়। পরে সংগঠনটির পক্ষ থেকে তাদের ল্যাপটপ, কম্পিউটার প্রদান করা হবে। এর মধ্যে দুইজন অফিসে কাজ করবে। বাকি ১৮ জন উদ্যোক্তা গ্রামের কৃষকদের নিয়ে কাজ করবে। গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যে ছবি তুলে এসব উদ্যোক্তাদের কাছে প্রেরণ করবে। ছবিটি ইয়ং বাংলার কাছে পৌঁছালে কৃষকরা দামা দামির মাধ্যমে তাদের পণ্য দেশে ও বিদেশে সরাসরি বেচতে পারবেন। এতে কৃষকদের কোন মধ্যস্বত্বভূগীদের কাছে পড়তে হবে না। ফলে কৃষক তার পণ্যে ন্যায্য মূল পাবেন। প্রকল্পটি প্রতিটি জেলায় চালু হলে ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে আরো একধাপ এগিয়ে যাবে।

http://www.anandalokfoundation.com/