13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় ল্যাবএইড ফার্মাসিউটিক্যালস এর উদ্দোগে পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত

Brinda Chowdhury
January 22, 2020 5:14 pm
Link Copied!

আঃজলিল, বিশেষপ্রতিনিধিঃ যশোরের শার্শায় ল্যাবএইড ফার্মাসিউটিক্যালস এর উদ্দোগে পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার(২২ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার গোগা বাজারে সাকসেসফুল কোচিং সেন্টারের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ পল্লী চিকিৎসক সম্মেলনে ল্যাবএইড ফার্মাসিটিক্যালসের উৎপাদিত ঔষধের গুনগতমান, কার্যকারীতা ও ল্যাবএইড হসপাতালের চিকিৎসাসেবার গুনগতমান সম্পার্কে  আলোচনা করা হয়।
শার্শা উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির গোগা ইউনিট সভাপতি ও জননী ফার্মেসী এর স্বত্বাধীকারী মোঃ আঃ হামিদ এর সভাপতিত্বে এ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ল্যাডএইড ফার্মাসিটিক্যালসের এরিয়া ম্যানেজার মোঃ আক্তারুজ্জামান,বিশেষ অতিথি হিসেবে ছিলেন ল্যাবএইড ডায়াগনস্টিক যশোরের মার্কেটিং এক্সিকিউটিভ সুকান্ত পাল,ল্যাবএইড ফার্মাসিটিক্যালস এর সিনিয়র মেডিকেল রিপ্রেজেন্টটেটিভ মোঃ আব্দুল্লা আল মামুন,ও মোঃ নাজিম উদ্দীন আল আজাদ।
এ অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, ডাঃ আমিনুর রহমান,মোতলেব হোসেন,ওমর আলী, শাহীন, মামুন, রেজা, তরিকুল, ইমদাদুল, রাজু, শরীফ, লিটন, ইরফান, লোকমান, ইউনুচ, বিদ্যুৎ, সালাম, আঃ আজিজ, প্রমুখ।
http://www.anandalokfoundation.com/