13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পরিকল্পিত উন্নয়ন হবে পদ্মা পাড়ে

admin
October 18, 2015 10:09 am
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ পদ্মা সেতু এলাকায় পরিকল্পিত উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূইঞা। তিনি বলেন, যোগাযোগ এবং অর্থনৈতিক বিষয়কে গুরুত্ব দিয়ে এ এলাকার উন্নয়ন পরিকল্পনা করা হয়েছে। যাতে এই উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত না হয় সেটি মনিটরিং করতে পদ্মা পাড়ে সচিব কমিটির বৈঠক করেছে।

শনিবার মাওয়ায় পদ্মার পাড়ে সচিব কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। বৈঠকটি শুরু হয় সকাল ১০টায়। তিন ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষ হয় ১টায়। বৈঠকে অন্তত ৫০টি মন্ত্রণালয়ের সচিব অংশ নেয়। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, পদ্মাসেতু সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি সরেজমিন পরিদর্শন করে কাজের অগ্রগতি দেখতেই মূলত সচিব কমিটির বৈঠকটি পদ্মা পাড়ে হয়েছে। তিনি বলেন, সবকিছু পর্যালোচনা করে পদ্মা সেতুর কাজের গতি আরও বাড়ানো এবং এসব এলাকার পরিকল্পিত উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়ার বিষয়টি বৈঠকে আলোচনা হয়েছে। এলক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান।

http://www.anandalokfoundation.com/