আন্তর্জাতিক ডেস্কঃ নির্বাচনের আগে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। তিনি শনিবার প্রেসিডেন্ট রাম বারান যাদবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে তার কার্যালয় থেকে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী পদে নতুন নির্বাচনের পথ প্রশস্ত করতেই পদত্যাগ করলেন কৈরালা। এর আগে এক ঘোষণায় তিনি বলেছিলেন, নতুন কেউ দেশের দায়িত্ব গ্রহণ করুক, সেটি নিশ্চিত করতেই তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তার পদত্যাগের ফলে নেপাল কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান খাদগা প্রাসাদ শর্মা অলি দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে আশা করা হচ্ছে। নেপালি কংগ্রেস দলের সভাপতি কৈরালা ২০১৪ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তার নেতৃত্বে নতুন সংবিধান প্রণয়নে সফল হয়েছে নেপাল।