13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

admin
September 28, 2015 12:09 pm
Link Copied!

এন,এ,রবিউল হাসান লিটন পঞ্চগড় প্রতিনিধি :  পঞ্চগড়ের বোদা উপজেলায় অটোরিকাশার ধাক্কায় পায়েল আক্তার সুমি (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পায়েল ওই এলাকার মৃত বাবুল হোসেনের মেয়ে এবং আমতলা কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

পায়েলের নানা সামসুল আলম জানান, বিকেলে পায়েল তাঁর নানীর সঙ্গে রাস্তায় গেলে একটি অটোরিকশা ধাক্কা দেয় তাকে। এতে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে সে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পঞ্চগড় সদর থানার উপ পরিদর্শক (এসআই) রঞ্জু আহাম্মেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

http://www.anandalokfoundation.com/