সৈকত দত্ত, শরীয়তপুর থেকে ॥ শরীয়তপুরের নড়িয়া পৌরসভা উপ-নির্বাচন (৭ আগস্ট) রবিবার। জনসংযোগ নিয়ে ব্যস্ত প্রার্থীরা। সকল কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলেও সর্বোচ্চ নিরাপত্তার জোরদার করেছে প্রশাসন। নির্বচনী মাঠে নৌকার প্রার্থীর চেয়ে বিদ্রোহী প্রার্থীর প্রচারণা বেশি। সকল প্রার্থীই তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এলাকার কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে করেন।
প্রয়াত পৌর মেয়র হায়দার আলী ১৮ এপ্রিল মৃত্যুবরণ করলে মেয়র পদটি শূণ্য হয়। রবিবার সেই কেন্দ্রেই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন প্রয়াত মেয়র হায়দার আলীর ২ পুত্র মোঃ কামরুল হাসান (মোবাইল ফোন) প্রতিক, মোঃ মাহমুদুল হাসান (জগ) সহ বিদ্রোহী প্রার্থী মোঃ শহিদুজ্জামান (কম্পিউটার), মোঃ আক্তার হোসেন (রেল ইঞ্চিন), মোঃ শহিদুল ইসলাম বাবু (নারিকেল গাছ) আর সিরাজুল ইসলাম চুন্নু (নৌকা) প্রতিকের প্রার্থী।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সকলেই নিজেদের অবস্থান থেকে বিজয়ে আশাবাদী। তবে প্রত্যক প্রার্থীই নিজের প্রতিদ্বন্দ্বীর নিকটতম কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। নৌকা প্রতিক প্রার্থী সিরাজুল ইসলাম চুন্নু বলেন, ১, ৭ ও ৯ নং কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম বাবুর আওতাধীন থাকায় তিনি কেন্দ্র তিনটি ঝুঁকিপূর্ণ মনে করেন। স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম বাবু কেন্দ্র নং ৪ পূর্ব নড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কেন্দ্র নং ৫ কলুকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ মনে করেন। সকল প্রকার ঝুঁকি উপেক্ষা করে সুষ্টু নির্বাচন উপহার দিতে মরিয়া প্রশাসন। প্রতিটি নির্বাচনী কেন্দ্রে ব্যালট পেপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন অবস্থা করছে।
জেলা পুলিশ সুপার কার্যালয়ের ডিআই ওয়ান আঃ বারী বলেন, সকল কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। তবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে তাদের কোন প্রকার ত্রুটি নাই। অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। যেখানেই কোন অনিয়মের সংবাদ পাওয়া যাবে সেখানেই দ্রুত সমাধান করা হবে। কোন প্রকার অনিয়ম মেনে নেয়া হবে না।