ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি

admin
October 26, 2016 5:04 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ আগামী কাল নির্বাচন হ‌লেও বিএন‌পি ৩০০ আস‌নে প্রার্থী দি‌তে পার‌বে। তা‌তে প্রার্থী খোঁজা লাগ‌বে না। মানুষ ভোট দি‌তে পার‌বে এমন নির্বাচ‌নের জন্য প্রস্তুত বিএন‌পি। যে কোনো সময় নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

আজ বুধবার দুপু‌রে জাতীয় প্রেসক্লা‌বে খ্যা‌তিমান সাংবা‌দিক গিয়াস কামাল চৌধুরীর ৩য় মৃত্যুবা‌র্ষিকী উপল‌ক্ষে স্মরণসভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা ব‌লেন। সভার আ‌য়োজন ক‌রে বাংলা‌দেশ ডে‌মো‌ক্রে‌টিক কাউন্সিল।

গয়েশ্বর চন্দ্র রায় ব‌লেন, আওয়ামী লীগ নির্বাচ‌নে বিশ্বাস ক‌রে না। ৫ জানুয়ারির ম‌তো নির্বাচন হ‌লে প্রস্তু‌তির দরকার নেই। তা‌দের (আওয়ামী লী‌গের) তো র‌্যাব, পু‌লিশসহ আইনশৃঙ্খলা বা‌হিনী তো আছেই। ৫ জানুয়ারির নির্বাচ‌নে ভোট কে‌ন্দ্রে গরু, ছাগল, কুকুর দেখলাম সন্ধ্যার পর দে‌খি ৪৫ শতাংশ ভোট প‌ড়েছে। এ রকম নির্বাচ‌নে আবার কি‌সের প্রস্তু‌তি?

‌বিএন‌পির এই নেতা ব‌লেন, আমরা শ‌ক্তিশালী নির্বাচন ক‌মিশন চাই।এজন্য সকল দ‌লের সা‌থে আলোচনা ক‌রে নির‌পেক্ষ নির্বাচন ক‌মিশন গঠন কর‌তে হ‌বে। এমন ইসি গঠন কর‌তে হ‌বে যারা জনগ‌ণের ভোটের নিরাপত্তা দি‌তে পার‌বে।‌ মেরুদণ্ডহীন নির্বাচন ক‌মিশ‌নের অধী‌নে কখন নির্বাচন সুষ্ঠু হ‌বে না।

আয়োজক সংগঠ‌নের সভাপ‌তি এম এ হা‌লি‌মের সভাপ‌তি‌ত্বে আরো বক্তব্য রা‌খেন, ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের সা‌বেক ভি‌সি অধ্যাপক এমাজ উদ্দিন আহ‌মেদ, ‌বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সদস্য আবু না‌সের মোহাম্মাদ রহমাতুল্লাহ প্রমুখ।

http://www.anandalokfoundation.com/