13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নাসিরের দুর্দান্ত শতকে বাংলাদেশের জয়

admin
March 28, 2017 8:17 pm
Link Copied!

স্পোর্টস ডেস্কঃ লক্ষ্য ২৫৮ রান। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে এই রান তাড়া করে জেতা নেপালের জন্য কিছুটা কঠিনই বটে। শেষ পর্যন্ত ভাবনাটাই সত্যি হয়েছে, ইমার্জিং এশিয়া কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে বিশাল ব্যবধানেই জিতেছে বাংলাদেশ, ৮৩ রানে।

কক্সবাজার শেখ কামাল আান্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ২৫৭ রান করে। সহ-অধিনায়ক নাসির হোসেনের সেঞ্চুরি ও অধিনায়ক মুমিনুল হকের হাফসেঞ্চুরিতে এই সংগ্রহ গড়ে স্বাগতিকরা।

নাসির শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১৫ বলে ১০৯ রানের অসাধারণ একটি ইনিংস খেলে। ১২ চার আর দুটি ছয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। আর মুমিনুল করেন ৬১ রান।

জবাবে ৪২.৩ ওভারে ১৭৪ রানেই অলআউট হয় নেপাল। বাঁ-হাতি রাহাতুল ফেরদৌসের ঘূর্ণি আর পেসার সাইফ উদ্দিনের গতিময় বোলিংয়েই দিশেহারা ছিল নেপালের ব্যাটিং লাইন।

ফেরদৌস ৪৫ রান খরচায় চার উইকেট নেন। সাইফ নেন তিন উইকেট। আরেক পেসার আবুল হাসান রাজু পান দুটি এবং অন্যটি হয়েছে রানআউট।

http://www.anandalokfoundation.com/