ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নারীরা বোকা তাই তারা নিজেকে পুরুষের সমকক্ষ মনে করে

admin
September 23, 2019 8:32 pm
Link Copied!

রাই-কিশোরী: নারীরা বোকা বলে তারা নিজেকে পুরুষের সমকক্ষ মনে করে। তারা সব সময় পুরুষের চেয়ে শ্রেষ্ঠতর। একজন নারীকে যা দেয়া হয় সে তার কয়েকগুন ফেরত দেয় । তুমি যদি তাকে একটি ঘর দাও সে তোমায় একটি সংসার বানিয়ে দেবে, তুমি যদি তাকে বাজার করে দাও সে তোমাকে সুস্বাদু খাবার দেবে, তুমি তাকে একটি শুক্রানু দাও সে তোমাকে একটি সন্তান দেবে, তুমি তাকে একটু খানি হাসি দাও সে তোমাকে তার হৃদয় উজাড় করে দেবে।

কিন্তু আমাদের সমাজে মেয়েদের বিভিন্ন ভাবে খাটো নজরে দেখা হয়। যে কোন বস্তুুর মত আমাদের সমাজ মেয়েকেও নস্ট বলে চিহ্নিত করে। ডিম, দুধ, সব্জি যেমন নষ্ট হয় তেমনি মেয়েও নষ্ট হয়। নষ্ট শব্দটি আসলে মেয়েদের জন্য পুরুষের জন্য নয়। এই সমাজ সব সময় ওত পেতে থাকে সুযোগ পেলেই মেয়েদের নষ্ট উপাধি দেয়ার জন্য। এদেশের রুচিশীল শিক্ষিত মেয়েরা এসব নষ্ট মেয়েদের থেকে নিজেকে আলাদা রাখার ব্যাপারে বড়োই সতর্ক। আসলে কোন না কোন ভাবে সকল নারীই যেখানে নির্যাতিত সেখানে শ্রেণিভেদের প্রশ্নই আসে না।

কোন বহুগামী, লম্পট, নির্যাতনকারী স্বামীর সংসার ছেড়ে যদি কোন মেয়ে চলে যায় তাহলে সেই ত্যাগের জন্য বক্রোউক্তি, ব্যঙ্গোক্তি এসব থেকে ওই মেয়ের রেহাই হয় না। অভিভাবকরা থাকা খাওয়ার একটা ব্যাবস্থা হয়তো করে দেয় কিন্তু মেয়েদের ঘর থেকে ঘর বদলানোই একরকম নিরাপত্তা বলে ভাবা হয় । তাই পুরুষতান্ত্রিক সমাজ তাকে কায়দা করে দ্বিতীয় বার ঘর করতে পাঠায়। মেয়েদের জীবন লটারির মত কারণ পরের স্বামী আদৌ কেমন হবে সেটা আগে থেকে বোঝার উপায় নেই কারণ শুরুতে সবাই অনেক ভালবাসে, খেয়াল রাখে কিন্তু ধীরে ধীরে রুপ খুলতে থাকে। যদি এই স্বামী ও লম্পট হয়, বউপেটায়, পরস্ত্রীকাতর হয় তাহলে সেই নারকীয় জীবন থেকে সে মুক্তি চাইতে পারে না দুর্নামের ভয়ে। কারণ ঘর থেকে বের হলে দুর্নাম হবে মেয়ের, ছেলের নয়। দোষ হয় অত্যাচারীতীর অত্যাচারীর নয় । কারণ সে পুরুষ, যতই অত্যাচারী হোক সে পুরুষ।

স্ত্রৈণ শব্দের অর্থ যে স্ত্রীর অতিশয় বাধ্য। একই ভাবে পতিপরায়না শব্দের অর্থ পতির প্রতি একান্ত অনুরক্তা। আর এক পা এগিয়ে গেলে পতিব্রতা। অর্থাৎ পতিসেবাকে পুণ্যব্রত রুপে গ্রহন করেছে এমন নারী। পত্নীসেবাকে পুণ্যরুপে গ্রহন করার বিধান আমাদের সমাজে নেই বলে পত্নীসেবা বলে কোন ব্রতও বিধানে নেই। পতিপরায়না বা পতিব্রতাকে  সকলে খুব ভালোবাসে কিন্তু যে স্ত্রৈণ তাকে কেউ ভালবাসে না। তার দিকে আড় চোখে তাকিয়ে সবাই উপহাসের হাসি হাসে। পতিব্রতা হিসেবে একটি মেয়ে যতটা মর্যাদা পায় স্ত্রৈণ হিসেবে একটা ছেলে ততটাই অমর্যাদা পায়।

http://www.anandalokfoundation.com/