নারায়নগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় আজ সোমবার সকালে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছে।
নিহত দুজন হলো ফতুল্লার পঞ্চবটী এলাকার বাসিন্দা আরাফাত ও সিয়াম। আরাফাত নারায়ণগঞ্জ কলেজ ও সিফাত সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ থেকে চলতি এইচএসসি পরীক্ষা দিচ্ছিল।
পুলিশ জানায়, আজ সকালে দুই বন্ধু মোটরসাইকেলে চড়ে বাসা থেকে বের হয়ে পরীক্ষা দিতে যাচ্ছিল। পথে মাসদাইর এলাকায় একটি ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই আরাফাতের মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন আশঙ্কাজনক অবস্থায় সিয়ামকে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।