নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলা রামকৃষ্ণ সংঘের উদ্যোগে এবং রাজীবক কুমার রায়ের আয়োজনে বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে গত রবিবার রাতে কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ায় এক বিশেষ অধিবেশন অনুষ্টিত হয়।
অনুষ্টানমালার মধ্যে ছিল, সমবেত প্রার্থনা,সদ গ্রন্থাদি পাঠ,বিশ্বশান্তি কামনায় নামজপ,আলোচনা ও সংগীতানুষ্টান। গ্রন্থাদি পাঠ করেন,নানু লাল দাশ।
অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেরা রামকৃষ্ণ সংঘের সহ-সভাপতি অশোক তরু দাস,শিক্ষক পিযুষ কান্তি ঘোষ রানা,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,অর্থ সম্পাদক শিক্ষক প্রজেশ রায় নিতন, ব্যাংক কর্মকর্তা দীনবন্ধু রায়,শিক্ষক বিধান রায়,দীরেন্দ্র দাশ,মিলন হালদার,অমোক সোম চৌধুরী,পিনাক পুরকায়স্থ,সুব্রত রায়,ঝুনু রাজ বনিক,প্রদীপ রায়,শিক্ষিকা সাথী রানী দাশ,সুযতœা দাশ,নৃপেন্দ্র পাল প্রমূখ।