ঢাকা

নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কমিটি গঠন

admin
May 6, 2018 8:21 am
Link Copied!

নবীগঞ্জ প্রতিনিধি ঃ বাংলাদেশ হিন্দুবৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলার ৫ নং আউশকান্দি ইউনিয়ন কমিটি গঠনকল্পে এক সভা গত শুক্রবার বিকালে আউশকান্দি ভৈরবানন্দ মন্দিরে অনুষ্টিত হয়।

শ্রী সাধন সুত্রধরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ান রায়। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দুবৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,নির্বাহী সদস্য দিপেন্দু দাশ,দপ্তর সম্পাদক অমলেন্দু সুত্রধর,সমাজসেবা সম্পাদক পিন্টু রায়,৩ নং ইনাতগঞ্জ ইউনিয়ন সভাপতি ছিনু সুত্রধর,সঞ্জয় পাল নীরব।

এতে বক্তব্য রাখেন, মিহির লাল আচার্য্য,আশোতোষ চক্রবর্ত্তী,ফনী ভুষণ দেব,জীতেষ সুত্রধর,রবীন্দ্র চন্দ্র দেব,অসিত সুত্রধর,রাজেশ দেব,লিংকন আচার্য্য,রিন্টু আচার্য্য,সুমন রায়, অপুু চক্রবর্ত্তী,পরিতোষ সুত্রধর প্রমূখ। এতে সর্বসম্মতিক্রমে জীতেশ সুত্রধরকে সভাপতি, ব্রজেন্দ্র দেবনাথকে সাধারন সস্পাদক,সুব্রত পালকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে আউশকান্দি ইউনিয়ন কমিটি গঠন করা হয়।

http://www.anandalokfoundation.com/