ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

admin
October 26, 2018 10:18 pm
Link Copied!

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার আইনগাঁও সিএনজির স্ট্যান্ড এলাকা থেকে ৬শ পিস ইয়াবাসহ রমজান আলী(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।

গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার আইনগাঁও সিএনজির স্ট্যান্ড নিকটবর্তী ইব্রাহিম কর্নার নামক দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রমজান হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আজিজুল মিয়ার পুত্র । এঘটনায় নবীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানাযায়, উল্লেখিত সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বিভাগীয় এসআই ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে নবীগঞ্জ উপজেলার আইনগাঁও সিএনজির স্ট্যান্ড নিকটবর্তী ইব্রাহিম কর্নার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেসময় মাদক ব্যবসায়ী রমজানকে আটক করা হয় । এসময় তার কাছ থেকে নীল রঙের ৩টি পলিথিনের জিপার থেকে ৬শ পিস ইয়াবা জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবার বাজার মূল্য ১লক্ষ ৮০ হাজার টাকা । পরে থাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয় । বিভাগীয় এসআই ছিদ্দিকুর রহমান এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

http://www.anandalokfoundation.com/