ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্ঠমী পালনে ২ব্যাপী অনুষ্টানের ব্যাপক প্রস্তুতি

admin
August 25, 2016 10:48 am
Link Copied!

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্ঠমী পালনের ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। অনুষ্টানটি সুন্দর ও সুষ্টভাবে পালনের জন্য  আর্ন্তজাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার ২ দিনব্যাপী অনুষ্টানের আয়োজন করছে।

এছাড়া  উপজেলা পূজা উদযাপন পরিষদ,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসহ অন্যান্য সংগঠনের উদ্যোগেও শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্ঠমী পালনের আয়োজন করা হেয়েছে। অনুষ্টান মালার মধ্যে রয়েছে সকাল ৯ টায় স্থানীয় গোবিন্দ জিউদ আখড়া থেকে সকল সংগঠনের সমন্বয়ে শ্রীকৃষ্ণের প্রতিকৃতিসহ শুভাযাত্রার মাধ্যমে বাজার প্রদক্ষিন, তিমিরপুর ইসকন মন্দিরে আজ বৃহস্পতিবার র‌্যালী শেষে আলোচনা সভা, শ্রীমদ ভাগবত পাঠ,শ্রীকৃষ্ণের অভিষেক, ভজনকীর্তন, অনুকল্প মহাপ্রসাদ বিতরন, পরদিন শুক্রবার রয়েছে মঙ্গল আরতি, শ্রীমদ ভাগবত পাঠ,আলোচনাসভা,কুইজ প্রতিযোগীতা,সাংস্কৃতিক অনুষ্টান ও প্রসাদ বিতরন। অনুষ্টানমালা সুন্দর ও সফল করার লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারনা করা হয়েছে। এ ব্যাপারে আর্ন্তজাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন নবীগঞ্জ তিমিরপুর মন্দিরের সভাপতি জ্যোতিষ দাসাধিকারী বলেন, আমাদের সংগঠনের উদ্যোগে ২ দিন ব্যাপী অনুষ্টানমালা ও সুন্দর ও সার্থক করতে সকলের সহযোগীতা চাই। গোবিন্দ জিউড় আখড়ায় শুভ জন্মাষ্টমী উৎসব পালন কমিটির আহবায়ক প্রমথ চক্রবর্তী বেনু বলেন,নবীগঞ্জে প্রতি বছরের মত এবারের  অনুষ্টানেও সকলের অংশগ্রহন কামনা করি।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল বলেন, পৃথিবীর  অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেরও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব অনুষ্টানটি জাতীয়ভাবে পালন করা হয়। এ অনুষ্টানের মাধ্যমে সকল মানুষের কল্যান কামনা করা হয়। তাই সকল ধর্মের মানুষের অংশগ্রহনে অনুষ্টানের সফলতা কামনা করছি।

http://www.anandalokfoundation.com/