নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমপি এম এ মুনিম চৌধুরী বাবু।
উক্ত কমিটির সদস্য সচিব ডাঃ রথীন্দ্র চন্দ্র দেবের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, কমিটির সহ সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, কমিটির সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ইফতেখার হোসেন চৌধুরী, প.প কর্মকর্তা শাহাদাৎ হোসেন, ডাঃ নগেন্দ্র কুমার দাশ, পৌর কাউন্সিলর জাহেদ চৌধুরী, থানার এস আই মঞ্জুর মুর্শেদ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মতিউর রহমান মুন্না প্রমূখ।