রুহুল কুদ্দুসঃ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের হতদরিদ্র পিতা কৃষক মোখলেচুর রহমানের সন্তান। ভাল নাম হাফিজা আক্তার লিপি বয়স আনুমানিক ১৪/১৫।
ছোট বেলায় মাকে হারিয়ে ঢাকায় ঝিয়ের কাজ শুরু করে। সেখানেই বিবাহ হয় জামালপুরের এক রিকসা চালকে সাথে। কিন্তু বেশি দিন সংসার হয়নি তার। উপয়ন্তর না পেয়ে ফিরে আসে বাবার বাড়ীতে। সেখানেও ঠাই হয়নি তার। বাবা মা লিপি আক্তার পুতুলকে পার্শ¦বর্তী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামের আঃ মান্নান বয়স (৬০) শরীয়া মোতাবেক ৫০ হাজার টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু তিন মাস পরে এই দম্পত্তির একটি কন্যা সন্তান জন্ম দেয়। এই ঘটনায় সমাজের মোড়ল ব্যক্তিদ্বয় ক্ষোভে পরিবারটিকে এক ঘরে করে রাখে। অতপর উপজেলা আওয়ামীলীগের এক প্রভাবশালী নেতা মোটা অংকের টাকার বিনিময় আমড়াগাছিয়া ইউনিয়নের কাজী মোঃ রফিকুল ইসলামকে ডেকে মেয়েটি ও তার পরিবাকে ভয় ভিতি দেখায় এবং জোড় করে একটি যৌথ তালাক নামায় সই করিয়ে নেয়। ক্ষমাসীনদের ভয়ে মেয়েটি মুখ খুলছে না। নবজাতক সন্তানটির ভবিষ্যত নিয়ে হাফিজা আক্তার লিপি উদ্বিগ্ন।