ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

Link Copied!

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার একজন। ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রুবায়েদ হোসেন (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ। গ্রেফতারকৃত মোঃ রুবায়েদ হোসেন (৫১) লোহাগড়া থানার লাহুড়িয়া তৈলক্ষণপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান মোল্যা ছেলে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে লোহাগড়া থানাধীন লাহুড়িয়া তৈলক্ষণপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অপু মিত্র, এএসআই (নিঃ) শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ১০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ সংক্রান্তে নড়াইল জেলার লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
http://www.anandalokfoundation.com/