ফরিদপুরের নগরকান্দায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলা এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) বিকালে নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার মইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার ও নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সোনিয়া হোসেন জিসান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন প্রমুখ।