বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ এ কারাগারগুলোতে ধারণ ক্ষমতার অতিরিক্ত কয়েদিদের সংখ্যা কিভাবে কমানো যায়, অসহায় বন্দিদের আইনি সহায়তা প্রদান এবং ড্রাগ আসক্ত বন্দিদের কাউন্সেলিং ও চিকিৎসা প্রদান বিষয়ক ঢাকা জেলা কেস কোর্ডিনেশন কমিটি এর ৩৯ তম সভা অনুষ্ঠিত।
গত ২৬শে সেপ্টেম্বর বিকেলে ঢাকা জেলা জজ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বাংলাদেশ এ কারাগারগুলোতে ধারণ ক্ষমতার অতিরিক্ত কয়েদিদের সংখ্যা কিভাবে কমানো যায়, অসহায় বন্দিদের আইনি সহায়তা প্রদান এবং ড্রাগ আসক্ত বন্দিদের কাউন্সেলিং ও চিকিৎসা প্রদানের মাধ্যমে নিরাময় ও পুনর্বাসনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় ।
সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের- এর একমাত্র প্রতিনিধি হিসাবে ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন- বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল, দীপন মিত্র সংখ্যালঘু ও আদিবাসী দুস্থ কয়েদিদের নিদারুন অবস্থার বর্ণনা দেন। তিনি তাদের পূর্ণ আইনি সহযোগিতা এবং নিরপরাধ বন্দিদের দ্রুত কারামুক্তি কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক জনাব আবু ছলেহ মো: ফেরদৌস খান, জেলা ও দায়রা জজ জনাব মো: হেলাল চৌধুরী, জেলা মেজিস্ট্রেট জনাব কাজী নাহিদ রসুল, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: শরীফুল ইসলাম, ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি জনাব কাজী শাহানারা ইয়াসমিন, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জনাব ইকবাল কবীর চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব ডাঃ সঞ্জীব কুমার কর্মকার এবং বিজিবি, আনসার, সমাজসেবা অধিদপ্তর, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সরকারের ও বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।