নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষের কীটনাশকে পুড়েছে অসহায় বর্গাচাষীর ধান। বর্গাচাষী নিরুপায় হয়ে বিভিন্ন মহলে বিচারের আশায় ধরনা ধরছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বেনীদুয়ার (হরিতকীডাঙ্গা) গ্রামের শিবরামপুর মৌজাস্থ্য আতোয়ার রহমানের জমি বর্গাচাষ করেন কৃষক মৃত তায়েজ উদ্দিন মোল্লাল ছেলে আনোয়ার হোসেন আনাজি।
উক্ত জমিতে ২৩ এপ্রিল দিবাগত রাতে প্রতিপক্ষ একই গ্রামের আব্দুল গোফফারের মেয়ে জান্নাতুন ফেরদৌস ওরফে চায়না তার লোক দিয়ে ৩০ শতাংশ জমিতে কীটনাষক স্প্রে করে। স্থানীয় সুমন ও সুমনের মা রোজিনা বেগম প্রতিপক্ষদের জমিতে বিশেষ ট্যাংক নিয়ে যেতে দেখেন। এ বিষয়ে বর্গাচাষী আনোয়ার হোসেন আনাজি সুবিচারের দাবীতে ধামইরহাট থানা, উপজেলা নির্বাহী অফিস ও কৃষি অফিস সহ বিভিন্ন সাংবাদিক মহলেও অভিযোগ করেন।
ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী জানান, ‘অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।