13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ধান গমের চাতাল ঠাকুরগাঁওয়ের বিমান বন্দর

admin
September 14, 2015 9:12 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ মোঃ আব্দুল আওয়ালঃ ঠাকুরগাঁওয়ে বিমান বন্দরটি এখন সাধারণ মানুষের জন্য ধান, গমের চাতাল। ঠাকুরগাঁও জেলা থেকে ৮ কিঃ মিঃ দক্ষিণ পশ্চিমে ঠাকুরগাঁও পীরগঞ্জ সড়কের পার্শ্বে মাদারগঞ্জ শিবগঞ্জ এলাকায় ৫৫০ একড় জমির উপর বিমান বন্দরটি স্থাপন করা হয়।

১৯৪০ সালের ২য় বিশ্বযুদ্ধের বিশেষ কৌশল প্রয়োজনের জন্য এই বিমান বন্দরটি নির্মান হয়। পাকিস্তান আমনে ত্রানসামগ্রী পরিবহন সহ জরুরী কাজে বিমান বন্দরটিতে মাঝে মধ্যে বিমান চলাচল করত। সাধীনতার পর ১৯৭৭-৭৮ সাল পর্যন্ত রাজধানী ঢাকার সাথে এখানে বিমান সার্বিস চালু ছিল। এখন থেকে ঠাকুরগাঁও বিমান বন্দরটি উত্তরে প্রত্যন্ত অঞ্চলের জনপথ সমূহের সাথে ঢাকা বিমান যোগাযোগের একমাত্র অবলম্বর হয়ে পরে। এরপর লোকশানের অজুহাতে ঢাকা ঠাকুরগাঁও বিমান সার্বিস চন্ধ হয়ে যায়।

দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় ১.৫ কিঃ মিঃ দীর্ঘ রানওয়েবের বড় অংশ জুরে এখন ঘাস হওয়া এবং চাষাবাদ করা মানুষ এখানে গরু জড়ায়। অনেক জমি লিজ নিয়ে এলাকা জুরে ভূট্টা চাষ করে। রান ওয়েবের উপর লোকজন এখন ধান, গম শুকাচ্ছে। দীঘ ৩২ বছর ধরে বিমান বন্দরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিমান বন্দরের অনেক জমি বেঘাত হয়েগেছে। কাটাতারের বেড়াসহ খুটিও ইট উধাও হয়েগেছে। কিছু দিন আগেও সেনাবাহিনীরাও বিমান বন্দরের অংশ তাদের দখলে নিয়ে প্রশিক্ষণ কাজে ব্যবহার করেছে। কিন্তু বর্তমানে বিমান বন্দরটি প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।

http://www.anandalokfoundation.com/