13yercelebration
ঢাকা

দৈনিক ইত্তেফাকে যোগদান করলেন দীপংকর দীপক

দীপংকর দীপক
December 2, 2023 9:43 pm
Link Copied!

দীর্ঘ ১৬ বছরের সাংবাদিক জীবনের পঞ্চম কর্মস্থল হিসেবে ঐতিহ্যবাহী পত্রিকা ইত্তেফাকে যোগদান করলেন সাংবাদিক-সাহিত্যিক ও গবেষক দীপংকর দীপক।
পহেলা ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে তিনি প্রতিষ্ঠানটিতে যোগদান করেন। ইত্তেফাকের অনলাইন ভার্সনের নিউজ বিভাগে কাজ করবেন সিনিয়র এ সাংবাদিক।
দৈনিক সমকালে শিক্ষানবিশকাল পার করে দৈনিক যায়যায়দিনে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন দীপংকর দীপক। পরে সেখানে দীর্ঘদিন বিনোদন সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর সিনিয়র সহ-সম্পাদক হিসেবে একুশে টেলিভিশনের (ইটিভি) নিউজ বিভাগে যোগদান করেন। সর্বশেষ তিনি কালের কণ্ঠে কাজ করেছেন।
দীপংকর দীপকের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। ছাত্রাবস্থা থেকেই সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। পাশাপাশি নিয়মিত লেখালেখি করছেন। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে—‘নিষিদ্ধ যৌবন’ (দুই খণ্ড), ‘বুনো কন্যা’ (২০১৩), ‘নাস্তিকের অপমৃত্যু’ (২০১৪), ‘ঈশ্বরের সঙ্গে লড়াই’ (২০১৫), ‘প্রহেলিকা’ (২০১৭), ‘কালচক্র’ (২০১৭), ‘হে বঙ্গ’ (২০১৯), ‘রক্তফুল’ (২০২১) প্রভৃতি।
বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি পাস করার পর বাংলা সাহিত্যে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেছেন দীপংকর দীপক। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কাব্যসাহিত্য নিয়ে গবেষণারত। মাঝে মধ্যে গান লেখার পাশাপাশি টিভি টকশোতেও অংশ নিচ্ছেন তিনি।
সাংবাদিকতা ও লেখালেখির সুবাদে দীপংকর দীপক ইতিমধ্যে বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছেন। এগুলোর মধ্যে অন্যতম—বেগম রোকেয়া সাহিত্য সম্মাননা (২০১৮), বিশ্বভরা প্রাণ স্মারক সম্মাননা (২০১৯), কান্দি ইউনিয়ন যুবসংঘ সম্মাননা (২০২০), ডিএসইসি লেখক সম্মাননা (২০২২) প্রভৃতি।
http://www.anandalokfoundation.com/