ঢাকা, ২৯ মে, ২০১৯ খ্রি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, “দেশে বর্তমানে অসংক্রামক রোগ প্রকোপ আকার ধারণ করছে। ক্যান্সার, কিডনী, সিরোসিস, ডায়াবেটিসসহ নানা অসংক্রামক রোগে বছরে মোট মৃত্যুর ৬০ ভাগ মানুষ মারা যাচ্ছে। দেশের মাত্র ৩ ভাগ মানুষ রিস্ক ফ্যাক্টরের বাইরে রয়েছে। দেশের মানুষের ৯০ ভাগ কখনই কোলস্টোরল টেস্ট করান না। এর ফলে মানুষের স্ট্রোক, হার্ট ব্লক, ডায়াবেটিস ও কিডনী কখন বিকল হয়ে যাচ্ছে তা বুঝতেও পারছে না। ৭০ ভাগ লোক আছে তারা কখনই রক্তই পরীক্ষা করাননি।
দেশের মানুষ দিনে যে পরিমান ফলমূল, শাক-সবজি খাবার কথা তার মাত্র ৫ ভাগের ১ ভাগ গ্রহণ করে। মানুষ শাক-সবজি খায় না, রক্ত পরীক্ষা করায় না, নিয়মিত ব্যায়ামও করে না। এর ফলে দেশে বর্তমানে অসংক্রামক রোগ প্রতিদিন প্রচুর বৃদ্ধি পাচ্ছে। তবে বর্তমান সরকার মানুষের স্বাস্থ্য সেবায় সর্বদাই সজাগ রয়েছে। তাই, ক্যান্সার-কিডনী রোগের দেশজোড়া প্রকোপ এড়াতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের ৮টি বিভাগে ৮টি ক্যান্সার-কিডনী হাসপাতাল নির্মাণ করার প্রকল্প হাতে নেয়া হয়েছে। খুব শীঘ্রই আট বিভাগে আটটি ক্যান্সার-কিডনী হাসপাতাল নির্মাণ কাজ শুরু করা হবে।”
আজ ২৯ মে বুধবার দুপুরে সচিবালয়াস্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড হেলথ মেডিসিন (নিপসম) আয়োজিত “অসংক্রামক রোগের ঝুঁকিসমূহের ব্যাপ্তি নিরূপম জরিপ ২০১৮ এর ফলাফল প্রকাশ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি এসব কথা বলেন।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) এর পরিচালক অধ্যাপক ডা. বায়জিদ খুরশিদ রিয়াজ। বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবুল কুমার সাহাসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।