ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দূর্গা পুজায় ৩ দিনের সরকারী ছুটির দাবীতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিলেন জাতীয় হিন্দু মহাজোট

admin
September 18, 2016 10:18 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পুজায় ৩ দিনের সরকারী ছুটির দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী ও বিরোধীয় দলীয় নেত্রী বরাবর এক স্মারক লিপি প্রদান করলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। এবং একই সময় বাংলাদেশের সকল জেলার নেতৃবর্গের তত্ত্ববধানে স্ব-স্ব জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

অদ্য ১৮ সেপ্টেম্বর ২০১৬ রবিবার বিকাল ৩ টায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট দূর্গা পুজায় ৩ দিনের সরকারী ছুটির দাবীতে মাননীয় প্রধান মন্ত্রী ও বিরোধীয় দলীয় নেতৃ বরাবর এক স্মারক লিপি প্রদান করলেন।

হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি দিনবন্ধু রায়ের নেতৃত্বে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি ডঃ সোনালী রানী দাস, মানিক চন্দ্র সরকার, ডাঃ মৃত্যুঞ্জয় রায়, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, মহাসচিব এ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সাংগঠণিক সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল, প্রমূখ।

স্মারক লিপিতে তারা বলেন দূর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করেই হিন্দু সম্প্রদায় পিতা-মাতা, সন্তান-সন্ততি, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সাথে মিলিত ভাবে ধর্মীয় আচার পালন করবার স্বপ্ন দেখে। কিন্তু দূর্গা পূজায় মাত্র একদিনের ছুটি থাকায় ধর্মীয় দায়িত্ব পালন করা থেকে বঞ্চিত হয়ে হিন্দু সম্প্রদায়ের এই দিনগুলি নিরাশা, হতাশা ও বেদনার ভিতর দিয়ে অতিবাহিত হয়।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সংবিধান সংশোধন করে সকল সম্প্রদায়ের সমান সুযোগ ও ধর্মনিরপেক্ষ নীতি সংযুক্ত করেছে। কিন্তু উক্ত ধর্মনিরপেক্ষ নীতি ও সমান সুযোগ লাভের বিষয়টি সংবিধানের পাতাতেই সীমাবদ্ধ রয়েছে; বাস্তবে এর কোন কার্যকারীতা নেই, হিন্দু সম্প্রদায় তা বাস্তবে দেখতে চায়। হিন্দু সম্প্রদায় আশা করে আসন্ন দূর্গাপুজার আগেই হিন্দু সম্প্রদায়ের এ প্রাণের দাবীটি সরকার পূরণ করবে।

http://www.anandalokfoundation.com/