ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দিনের শুরুতেই ​জেনে নিন কি কাজ করলে ভাগ্য আপনার সাথে

ডেস্ক
May 15, 2023 7:07 am
Link Copied!

আজ সোমবার চন্দ্র দেবগুরু বৃহস্পতির রাশি মীনে সঞ্চার করবে। এর ফলে চন্দ্রের সঞ্চার স্বরাশি কর্কট থেকে নবম স্থানে হচ্ছে। যা অত্যন্ত শুভ ফলদায়ী। এর পাশাপাশি আজ সূর্য বৃষ রাশিতে প্রবেশ করবে এবং বুধ মার্গী হবে। ​দিনের শুরুতেই ​জেনে নিন কি কাজ করলে ভাগ্য আপনার সাথে। 

মেষ রাশিফল (Aries Horoscope)​​: মেষ রাশির জাতকরা পরিজনদের সঙ্গে মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এর ফলে সামাজিক পরিসর বৃদ্ধি পাবে। আপনার যশ-কীর্তি চারদিকে ছড়িয়ে পড়বে। সন্তানের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। কোনও রাজ্যের তরফে বিশেষ ভাবে সম্মানিত হতে পারেন এই রাশির জাতক। ভৌতিক উন্নতির যোগ রয়েছে। এই রাশির ব্যবসায়ীদের সন্ধ্যার মধ্যে কোনও বিশেষ চুক্তি সম্পাদন হতে পারে। যা আপনার ব্যবসাকে উচ্চতায় নিয়ে যাবে।

জেনে নিন কি কাজ করলে ভাগ্য আপনার সাথেঃ আজ ৯২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। আটা, ঘি ও চিনির তৈরি ভোগ শিবকে নিবেদন করুন।

বৃষ রাশিফল (Taurus Horoscope)​​: বৃষ রাশির ব্যবসায়ী জাতকরা নতুন পরিকল্পনায় মনোনিবেশ করবেন। কোনও দিব্য স্থানের যাত্রা আপনারে মানসিক শান্তি প্রদান করবে। অফিসের পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সাহায্য লাভ করবেন। আইনি বিবাদে আপনারাই সাফল্য লাভ করবেন। ছাত্রের শিক্ষায় আগত বাধা দূর করার জন্য শিক্ষকদের সাহায্য প্রয়োজন হবে। সন্ধ্যা পর্যন্ত একাধিক সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনাদের পরাক্রম বৃদ্ধি পাবে।

জেনে নিন কি কাজ করলে ভাগ্য আপনার সাথেঃ ভাগ্য ৮৭ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। শিবের পুজোর পর অসহায় ব্যক্তিকে চাল দান করুন।

মিথুন রাশিফল (Gemini Horoscope)​​: মিথুন রাশির জাতকরা ব্যবসায়িক কাজ পূরণে সময় ব্যয় করবেন। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। চাকরিজীবীরা আজ নিজের পছন্দের কাজ করবেন। অধিকাংশ কাজে পরিজনদের সহযোগিতা লাভ করবেন। তাঁরা আপনার পাশে থাকবেন। পরিবারের কোনও বিশেষ কাজের দায়িত্ব আপনার হাতে আসবে। পরিশ্রম করে সময়ের মধ্যে সেই কাজ পূর্ণ করবেন।
জেনে নিন কি কাজ করলে ভাগ্য আপনার সাথেঃ ভাগ্য ৭৪ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। শিবলিঙ্গে তিল ও যব নিবেদন করুন এবং প্রথম রুটি গোরুকে খাওয়ান।

কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​​: কর্কট রাশির জাতকদের অফিসে চিন্তাভাবনা অনুযায়ী পরিবেশ গড়ে উঠবে। এতে সহকর্মীদের সাহায্য লাভ করবেন। শত্রু আপনার কোনও ক্ষতি করতে পারবেন না। আজ যে কাজ করবেন, ভবিষ্যতে তার দ্বারা লাভ হবে। ব্যবসার অসম্পূর্ণ কাজ পূর্ণ করার জন্য পরিকল্পনা তৈরি করবেন। আলস্য ত্যাগ করলে কাজ সম্পন্ন করতে পারবেন। জীবনসঙ্গী আপনার পাশে থাকবে। প্রেম জীবনে নতুন প্রাণশক্তি সঞ্চারিত হবে। সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন।
জেনে নিন কি কাজ করলে ভাগ্য আপনার সাথেঃ আজ ৯৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। প্রদোষকালে শিবলিঙ্গে মধু নিবেদন করুন।

​​ সিংহ রাশিফল (Leo Horoscope)​​: সিংহ রাশির জাতকরা ভবিষ্যৎ পরিকল্পনা পূরণ করতে ব্যস্ত থাকবেন। অধিক দৌড়ঝাপ করতে হবে, এর ফলে সন্ধ্যা নাগাদ ক্লান্তি অনুভব করবেন। ব্যস্ততা সত্ত্বেও দাম্পত্য জীবনের জন্য সময় বের করবেন। এর ফলে জীবনসঙ্গী আনন্দিত থাকবে। কর্মক্ষেত্রে বরিষ্ঠ আধিকারিকরা আপনার কাজে বিঘ্ন সৃষ্টি করতে পারেন। রাতের বেলা কিছু বিশেষ বিষয়ে মা-বাবার সঙ্গে আলোচনা করবেন।

জেনে নিন কি কাজ করলে ভাগ্য আপনার সাথেঃ ভাগ্য ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। শিবলিঙ্গে জল ও বেলপাতা নিবেদন এবং শিবরক্ষা স্তোত্র পাঠ করুন।

কন্যা রাশিফল (Virgo Horoscope)​​: আজ কন্যা রাশির জাতকরা পরিবারের শুভ অনুষ্ঠান আয়োজন সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করবেন। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক উন্নত হবে। বন্ধুকে ভেবেচিন্তে ঋণ দেবেন, কারণ তা ফিরে পাওয়ার সম্ভাবনা খুব কম। সংযমী ও সতর্ক হন। তা না-হলে আশপাশের লোকেদের সঙ্গে বিবাদ হতে পারে। চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে।
জেনে নিন কি কাজ করলে ভাগ্য আপনার সাথেঃ ভাগ্য ৭২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। ২১টি বেলপাতায় সাদা চন্দন লাগিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন।

তুলা রাশিফল (Libra Horoscope)​: তুলা রাশির জাতকদের কাজ ও ব্যবসা সংক্রান্ত সমস্ত বিবাদের সমাধান হবে। কোনও নতুন প্রকল্পে কাজ শুরু করতে পারেন। সম্পত্তি সংক্রান্ত মামলায় হতাশ হবেন। সন্তানকে সামাজিক কাজ করতে দেখে মন সন্তুষ্ট হবে। দীর্ঘদিনের পারিবারিক অবসাদ আপনার দুশ্চিন্তা বাড়াবে। জীবনসঙ্গীর জন্য কোনও উপহার কিনতে পারেন।
জেনে নিন কি কাজ করলে ভাগ্য আপনার সাথেঃ ভাগ্য ৬৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সোমবারের উপবাস ও শিব চালিসা পাঠ করুন।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​​: বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি ভালো। আর্থিক কারণে কম চিন্তিত থাকবেন, কারণ আপনারা আটকে থাকা টাকা ফিরে পাবেন। এর ফলে পরিজনদের সমস্ত চাহিদা পূরণ করবেন। পরিবারে সুখ, শান্তি ও স্থায়িত্ব থাকবে। চাকরি ও ব্যবসায় নতুনত্ব আনলে পরবর্তীকালে এর দ্বারা লাভান্বিত হবেন। সন্ধ্যাবেলা পরিজনদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন।

জেনে নিন কি কাজ করলে ভাগ্য আপনার সাথেঃ আজ ৯৪ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। শিবলিঙ্গের পুজো ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন।

ধনু রাশিফল (Sagittarius Horoscope)​​: ধনু রাশির জাতকরা আজ কোনও কাছের মানুষের জন্য টাকা জোগাড় করতে পারেন। ব্যবসায় ঝুঁকি নিলে বড়সড় লাভ হবে। ব্যবসায় নতুন সুযোগ পাবেন, তবে তা আপনাকেই চিহ্নিত করতে হবে। দৈনন্দিন কাজ ছাড়াও আজ নতুন কিছু করবেন। এর দ্বারা লাভান্বিত হবেন। চাকরিজীবীদের ব্যবহার ও বাণী সৌম্য হবে।
জেনে নিন কি কাজ করলে ভাগ্য আপনার সাথেঃ ভাগ্য আজ ৯১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। সোমবারের উপবাস করুন। সকাল-সন্ধ্যা শিব চালিসা পাঠ করুন।

মকর রাশিফল (Capricorn Horoscope)​​: মকর রাশির জাতকরা অংশীদারীর ব্যবসা করলে, তাতে ভালো মুনাফা লাভ করবেন। একাধিক কাজ হাতে নিলে আপনার মন বিভ্রান্ত হতে পারে। বাড়ির প্রতিদিনের কাজ পূরণ করার সুবর্ণ সুযোগ পাবেন। ছেলে-মেয়ের বিবাহ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিতে পারেন। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। কারণ কোনও রোগ তাঁকে চিন্তিত করতে পারে।
জেনে নিন কি কাজ করলে ভাগ্য আপনার সাথেঃ ভাগ্য আজ ৭২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। সোমবারের উপবাস ও রুদ্রাক্ষ মালায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন ।

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​: ​কুম্ভ রাশির জাতকদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। কারণ দীর্ঘদিনের ক্লান্তি আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিন ভালো। লাভের নতুন সুযোগ পাবেন, তাই তাড়াহুড়োয় কোনও সিদ্ধান্ত নেবেন না। প্রতিটি কাজে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। ছাত্রছাত্রীরা বিদেশ গিয়ে পড়াশোনার সুযোগ পাবেন। সন্তানের বিবাহে আগত বাধা দূর হবে। সামাজিক জীবনে জনপ্রিয়তা অর্জন করবেন।

জেনে নিন কি কাজ করলে ভাগ্য আপনার সাথেঃ ৭৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সোমবারের উপবাস ও শিবলিঙ্গে গঙ্গাজল নিবেদন করুন।

মীন রাশিফল (Pisces Horoscope)​​: মীন রাশির অবিবাহিত জাতকরা বিয়ের ভালো প্রস্তাব পাবেন। ব্যবসায় ঝুঁকি নিয়ে কোনও পরিকল্পনা তৈরি করতে পারেন, কারণ এর দ্বারা ভবিষ্যতে অত্যধিক লাভ হবে। অসহায় ব্যক্তির সাহায্য করুন। বুদ্ধি প্রয়োগ করে সমস্ত কিছু লাভ করতে পারেন। মধুর ও মৃদু ব্যবহারের সাহায্যে সন্ধ্যার মধ্যে পরিবারের সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। ভাইদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে।
জেনে নিন কি কাজ করলে ভাগ্য আপনার সাথেঃ আজ ৯৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। শিবের পুজো ও চালে তিল মিশিয়ে দান করুন।

http://www.anandalokfoundation.com/