৭০৩ বছর পর ত্রিবেণীতীর্থে কুম্ভস্নানের ২য়বর্ষে আজ প্রথমদিন। সনাতন রীতি শঙ্খধ্বনি, উলুধ্বনি প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে সকাল ৬টায় কুম্ভু স্নানের শুভ সূচনা হয়।
আজ ১২ ফেব্রুয়ারি রবিবার সকালে ত্রিবেণী কুম্ভু পরিচালনা সমিতি দ্বারা আয়োজিত পশ্চিমবঙ্গের হুগলী জেলার ত্রেবেনী বাঁশশবেড়িয়ায় এ অনুষ্ঠান শুরু হয়েছে। এই কুম্ভু স্নানে জুনা আঁখড়ার নাগাসন্যাসী ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন আঁখড়া, মঠ মিশনের সাধুসন্তরা রয়েছেন। ধারণা করা হচ্ছে কুম্ভুস্নানের দ্বিতীয়বর্ষে ৫লক্ক ভক্তের সমাগম হবে।
সকালে বিভিন্ন শক্তিপীঠের ফুল,জল,মাটি সহ রুদ্রাভিষেক করা হয়। এছাড়া চলছে যোগ প্রদর্শন এবং দিনভর নামকির্তন।
প্রাচীনকাল থেকেই সাধু-সন্ন্যাসী মুনি-ঋষি এবং নাগা সন্ত মাঘী-সংক্রান্তীতে প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমস্থলে পুণ্যস্নান করে জগৎ কল্যাণার্থে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে স্বর্গের দেবতাদের তুষ্ট করতেন। কুম্ভুস্নান শেষে ফেরার সময় হুগলীতীরে বিশ্রাম করতেন। বিশ্রাম শেষে ত্রিবেণীতে (গঙ্গা,সরস্বতী কুন্তির মিলনস্থল) স্নান করে ফিরতেন। হুগলীর ত্রিবেণীর স্নানকে ৫ম কুম্ভু মানা হয়।
তুর্কীস্তানের বখতিয়ার খলজী ১২০৪ খ্রিঃ লক্ষ্মণসেনর রাজধানী নদীয়া আক্রমণ করে দখলে নিয়ে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করেন। তার কয়েক বছর পর থেকে বন্ধ হয়ে যায় ত্রিবেণীর কুম্ভ স্নান।
সেই পরম্পরা তথা সনাতন রীতিকে মাথায় রেখে ৭০৩ বছর পর গতবছর ত্রিবেণী সঙ্গমে আবার মহাপুণ্য কুম্ভুস্নান শুরু করা হয়েছে। এবার দ্বিতীয় বর্ষে ১৩ ফেব্রুয়ারী, বাংলা ২৯ মাঘ (মাঘ মাসের সংক্রান্তীতে) ত্রিবেণী সঙ্গমে আবার মহাপুণ্যস্নান সাধু ভাণ্ডারার ব্যবস্থা করা হয়েছে।