খান নাজমূল হুসাইন তালা প্রতিনিধি: বাড়ির ছাদে দাঁড়িয়ে নারকেল গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে তালা মহিলা কলেজের সহকারী অধ্যাপক হায়দার আলী মলঙ্গী (৪৭) করুণ মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৮টার দিকে পাটকেলঘাটা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। নিহতের পারিবারিক সুত্র জানায়, বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে পাটকেলঘাটা মজুমদার পেট্রোল পাম্পের পাশে হায়দারআলী নিজস্ব বাড়ীর দ্বিতল ভবনের ছাদে উঠে নারকেল গাছের ডালও পাতা কাটছিলেন। হঠাৎ অসাবধনাবশত: পা পিছলে তিনি ছাদথেকে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করেদ্রুত পার্শ্ববর্তী ক্লিনিকে নিয়ে যায়। এসময় কর্তব্যরতডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হায়দার আলী মলঙ্গীপাঁচরখি গ্রামের মৃত হাশেম মলঙ্গীর বড় ছেলে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ন.ম তরিকুলইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, কলেজ শিক্ষকের মৃত্যুতে শিক্ষার্থীদের মাঝে শোকেরছায়া নেমে এসেছে। মৃতের প্রথম জানাযা বুধবার বাদ জোহরতালা মহিলা কলেজ প্রাঙ্গণে ও দ্বিতীয় জানাযা আছর বাদ নিজেরবাড়ি তালা উপজেলার পাঁচরোখী গ্রামে অনুষ্ঠিত হয়েছে। তারমৃত্যুতে গভীর শোক প্রকাশ করে , শোক সমাপ্ত পরিবারের প্রতিসমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন তালা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম, সাধারন সম্পাদকজলিল আহমেদ, সিনিয়র সাংবাদিক আ: আলিম, এস এমলিয়াকাত হোসেন, জাহাঙ্গীর হাসান ,আকরামুল ইসলাম,সৈয়দজুনায়েদ আকবর,বাবলু রহমান, আ: মান্নান, খান নাজমূলহুসাইন।