পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালা উপজেলার জাতপুর বাজারের স্বনাম ধন্য ব্যবসায়ী সততা এন্টার প্রাইজের মালিক আমজাদ হোসেন ও তার সহোদর নব নির্বাচিত মেম্বর রাজিবুল ইসলামের ব্যবসায়ীক সুনাম ক্ষুন্ন করার জন্য একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। সম্প্রতি ঐ মহলটি সাংবাদিকদের ভূল তথ্য দিয়ে মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করিয়ে নতুনভাবে ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত রয়েছে।
অনুসন্ধান করে জানা যায়, খুলনার ডুমুরিয়া উপজেলাধীন মাগুরাঘোনা গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন ও তার ছোট ভাই মাগুরাঘোনা ইউপির নব-নির্বাচিত মেম্বর রাজিবুল ইসলাম এর সাথে যশোর জেলার শার্শা উপজেলাধীন উত্তর বুরুজ বাগান গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র আলাউদ্দিন তালুকদারের ব্যবসায়ীক কারণে ৩০ লাখ টাকা লেনদেন হয়। পাওনা টাকা সংক্রান্তে উভয়ের মধ্যে সন্দেহ সৃষ্টি হলে বিগত ২০১৪ সালের ১৭ নভেম্বর পৃথক দুটি হ্যান্ড নোটের মাধ্যমে চুক্তিপত্র হয়। চুুক্তিপত্রের বিবরণে চেক এবং হ্যান্ডনোট সমুদয় টাকা পরিশোধের পর ফেরত দিতে হবে। এরই প্রেক্ষিতে চলতি বছরের ২০ জানুয়ারি পাটকেলঘাটা বাজারের ৯ জন ব্যবসায়ীর মধ্যস্থতায় সমুদয় টাকা বুঝে দিয়ে চুক্তিপত্র এবং চেকগুলি ফেরত দেন। এরপর স্বনামধন্য ব্যবসায়ী আমজাদ হোসেন ও তার ছোট ভাই মেম্বর রাজিবুল শান্তিপূর্ণভাবে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এরই মধ্যে সুচতুর ঐ আলাউদ্দিন বিভিন্নভাবে ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত রয়েছে। সম্প্রতি মিথ্যা ও কাল্পনিকভাবে টাকা পাওনা রয়েছে এমন অভিযোগে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। এতে করে নিরীহ ব্যবসায়ী আমজাদ হোসেন ও তার ছোট ভাই মেম্বর রাজিবুলের ব্যবসায়ীক সুনাম ক্ষুন্ন হয়েছে।
এ বিষয়ে অভিযোগকারী আলাউদ্দিন এর সঙ্গে টাকা লেনদেনের বিষয়ে পরিশোধ হয়েছে কিনা জানতে চাইলে টাকা পাওনা রয়েছে বলে জানান। চুক্তিপত্র এবং চেক ফেরতের বিষয়ে সত্যতা স্বীকার করেন ।