ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

তদন্তের মুখোমুখি ম্যানসিটি তারকা ওয়াকার

ডেস্ক
March 10, 2023 7:53 am
Link Copied!

একটি পানশালায়  অশ্লীল আচরণের অভিযোগে  ম্যানচেস্টার সিটি ও ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে সিটি ২-০ গোলে জয় পাওয়ার একদিন পর এই ঘটনাটি ঘটেছে।

বুধবার নিরপত্তা ক্যামেরায় ধারণকৃত একটি ভিডিও ফুটেজ নিজেদের অনলাইনে প্রকাশ করেছে ব্রিটিশ পত্রিকা দ্য সান। সেখানে দেখা যায় ম্যানচেস্টার থেকে ১৪ মাইল দক্ষিনে অবস্থিত উইলমসেস্লার একটি বারে ওয়াকার অন্তত দু’বার নিজের প্যান্ট খুলে ফেলেছেন।

এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়,‘ গত ৮ মার্চ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ঘটনা চেশায়ার পুলিশের নজরে এসেছে। যেটি উইলমসেস্লা এলকায় ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে সবেমাত্র তদন্ত শুরু হয়েছে। তদন্ত কাজ প্রাথমিক অবস্থায় রয়েছে। এতে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।’

এ বিষয়ে কোন রকম মন্তব্য করতে রাজি হয়নি প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। ২০১৭ সালে টটেনহ্যাম থেকে সিটিতে যোগ দেয়ার পর ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগের চারটি শিরোপাসহ নয়টি শীর্ষ ট্রফি জয় করেছেন ওযাকার। ৩২ বছর বয়সি এই ডিফেন্ডার ইংল্যান্ড জাতীয় দলের হয়েও ৭৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

http://www.anandalokfoundation.com/