14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-১৮ উপ-নির্বাচনে গঠিত বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক

Rai Kishori
October 16, 2020 6:02 pm
Link Copied!

আগামী ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপ-নির্বাচনে গঠিত বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উত্তরায় বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীরের নির্বাচনী অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচারণা চালানো ও দলীয় প্রার্থীকে বিজয়ী করা, ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ ও ভোট চাওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেনকে ওই আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়। গত ১৩ অক্টোবর নির্বাচন কমিশনে তিনি মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ১৫ অক্টোবর জাহাঙ্গীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন- নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম, ফজলুল হক মিলন, সদস্য শামা ওবায়েদ, ব্যারিস্টার কায়সার কামাল, আজিজুল বারী হেলাল, মীর সরাফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবুল, শহিদুল ইসলাম বাবুল, নাজিম উদ্দিন আলম, বজলুল বাসিত আনজু, আব্দুল আলীম নকী, সাইফুল আলম নীরব, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, রাজীব আহসান, নেছারুল হক ও দলীয় প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

http://www.anandalokfoundation.com/