13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ডেমরায় গ্যাস রাইজার বিস্ফোরণে ২ শিশু দগ্ধ

admin
August 17, 2015 8:43 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর ডেমরায় গ্যাস রাইজার বিস্ফোরণে আরিয়ান (১১) ও দিন ইসলাম (৫) নামে দুই শিশু দগ্ধ হয়েছে। ডেমরা সারুলিয়ায় সোমবার দুপুর ১টায় এ ঘটনা ঘটে।

দগ্ধ আরিয়ানের ফুপু নাসিমা বেগম জানান, আঁখি আক্তার তার ছেলে দিন ইসলামকে নিয়ে তাদের বাসায় কাজে আসেন। দুপুরে আরিয়ান ও দিন ইসলাম দোতালার ছাদে খেলা করছিল। এ সময় নিচতলায় হঠাৎ গ্যাস রাইজার বিস্ফোরিত হলে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে আরিয়ান ও দিন ইসলাম দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, আরিয়ানের ৯৫ শতাংশ এবং দিন ইসলামের শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে। আরিয়ানের অবস্থা আশঙ্কাজনক। আরিয়ান সারুলিয়া পশ্চিম বক্সনগরের কুতুব উদ্দিনের ছেলে। সে কিশোরালয় কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণীর ছাত্র।

http://www.anandalokfoundation.com/