13yercelebration
ঢাকা

ডিএসই পরিচালক ড. আব্দুল্লাহ আল মাহমুদকেকে শেয়ার কেলেঙ্কারি থেকে বাঁচাতে মরিয়া বিএসইসি

Link Copied!

বেআইনিভাবে শেয়ার লেনদেনে অভিযুক্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদকে বাঁচাতে মরিয়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই তদন্ত কমিটিকেও প্রভাবিত করেছে বিএসইসি। বিএসইসির পক্ষ থেকে চিঠি দিয়ে ডিএসইর তদন্ত কমিটিকে বলা হয়, তার বিরুদ্ধে কারসাজির তথ্য মেলেনি। তবে এ ব্যাপারে জানতে চাইলে ডিএসইর তদন্ত কমিটির প্রধান কাওসার আহমেদ কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি মিডিয়ায় কাছে বলেন, বিদ্যমান আইন অনুসারে এ বিষয় তিনি কোনো মন্তব্য করতে পারেন না।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) নির্দেশনাও আমলে নেওয়া হয়নি। এফআইডি থেকে তার বিরুদ্ধে সিকিউরিটিজ আইনের ২১ ধারায় তদন্ত কমিটি গঠন করতে বলা হয়। কিন্তু কোনো ধরনের তদন্ত কমিটি গঠন না করেই তাকে নিরপরাধ বলে অর্থ মন্ত্রণালয় রিপোর্ট দিয়েছে।

প্রসঙ্গত, বিধি লঙ্ঘন করে ডিএসইর পরিচালনা পর্ষদের প্রভাবশালী সদস্য অধ্যাপক ড. আব্দুলাহ আল মাহমুদের শেয়ার লেনদেন নিয়ে গত ৬ জুন রিপোর্ট প্রকাশ করে সংবাদ মাধ্যম। ব্যক্তিগতভাবে বেশি মাত্রায় লাভবান হওয়ার জন্য কারসাজিতে সহায়তা করেছেন। তিনি বিভিন্ন কারসাজিসহ বিভিন্ন কোম্পানির ১৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছেন। অথচ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় স্বতন্ত্র পরিচালক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের এই অধ্যাপককে ডিএসইর পর্ষদে নিয়োগ দিয়েছিল বিএসইসি।

বিষয়টি নিয়ে বেশ কিছু রহস্যজনক ঘটনা ঘটেছে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনার আগেই ডিএসইর পর্ষদ তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রধান ছিলেন স্বতন্ত্র পরিচালক কাওসার আহমেদ, রুবাবা দৌলা এবং শেয়ার হোল্ডার পরিচালক শরীফ আনোয়ার হোসেন। পরবর্তীতে শরীফ আনোয়ার হোসেন পদত্যাগ করেন।

এরপর দুই সদস্যবিশিষ্ট কমিটি রিপোর্ট জমা দেয়। বিষয়টি তদন্তের জন্য সার্ভেইল্যান্সের সহায়তা প্রয়োজন ছিল। ডিএসই এবং বিএসইসি দুই প্রতিষ্ঠানেরই নিজস্ব সার্ভেইল্যান্স রয়েছে। কিন্তু ডিএসইর তদন্ত কমিটি নিজেদের সার্ভেইল্যান্স বাদ দিয়ে বিএসইসিতে তথ্যের জন্য চিঠি দেয়। এরপর গত ১ জুলাই বিএসইসির সার্ভেইল্যান্সের উপপরিচালক মো. সহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠি তদন্ত কমিটির প্রধান কাওসার আহমেদকে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, ডিএসইতে যোগদানের পর ৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত তার বিরুদ্ধে কারসাজিমূলক শেয়ার লেনদেনের কোনো তথ্য পাওয়া যায়নি। আলোচ্য সময়ে তিনি ১ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছেন। এর মধ্যে ১২ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার কিনেছেন। বিক্রি করেছেন ৯৪ লাখ ২৩ হাজার টাকার শেয়ার।

এখানে তিনি ৩০ লাখ ১২ হাজার টাকা লোকসান দিয়েছেন। তিনি যেসব শেয়ার লেনদেন করেছেন সেগুলো হলো-অ্যাসোসিয়েটেড অক্সিজেন, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো, সিএনএ টেক্সটাইল, এমারেল্ড অয়েল, ফরচুন সুজ, লাফার্জ সুরমা সিমেন্ট এবং সোনালী পেপার।

http://www.anandalokfoundation.com/