রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥ ঠাকুরগাও বিজিবি ব্যাটালিয়ান ৫০’র উদ্যোগে ২৩শে জানুয়ারী “ সীমান্ত স্বনির্ভর প্রশিক্ষণ” এর অধিনে ৪র্থ ব্যাচের সেলাই মেশিন ও কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
হরিপুর উপজেলার মলানী বিজিবি ক্যাম্প চত্বরে ৫০ প্রশিক্ষণার্থির মাঝে এ সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঠাকুরগাও বিজিবি ব্যাটালিয়ান ৫০ এর কর্ণেল মোঃ সামসুল আরেফিন’র সহধর্মীনি ফারজানা হোসেন প্রশিক্ষণার্থিদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিনায়ক মোঃ মাসুদের সহধর্মীনি নুর-ই-সুলতানা।
অধিনায়ক মাসুদ ডিপিএস,জি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে এলাকার হত দরিদ্র পরিবারের মহিলাদের মাঝে সেলাই মেশিন ও কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে করে এসব পরিবারের লোকজন বৈধ আয় করে সংসার চালাতে পারে ও স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে এখানে।