13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে সর্টগান সহ আটক ৪

admin
May 3, 2016 8:25 pm
Link Copied!

আব্দুল আউয়াল ক্রাইম রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে একটি সর্টগান ও ৭ রাউন্ড গুলি সহ চার যুবককে আটক করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার দুপুর ২টায় শহরের ইসলামপ্ল¬াজা মার্কেটে আল সাউদ ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন:- সাব্বির মাহমুদ চৌধুরী (৩৫), সবুজ (৩০), উজ্জল (৩১) বাবু মিয়া (৩২)। সাব্বির শ্যামলী আদাবর এলাকার এসএম মাহবুব চৌধুরীর ছেলে। সবুজ ঢাকা আগারগাঁও এলাকার সমির উদ্দীন সরকারের ছেলে। উজ্জল মাদারীপুর জেলার শিবচর এলাকার শামসুদ্দীন শেখের ছেলে ও বাবু মিয়া ঢাকা আশুলিয়া এলাকার সফিউদ্দীনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, আটককৃত ৪ যুবক ঢাকা হতে ঠাকুরগাঁওয়ে এসে শহরের ইসলাম প্লাজা মার্কেটে আল সাউদ ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে উঠে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ওই হোটেলে অভিযান চালায় । এসময় একটি সর্টগান ও ৭ রাউন্ড গুলি সহ ওই ৪ যুবককে আটক করে ডিবি পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও পুলিশ সুপার ফরহাত আহমেদ বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়ও আগ্নেয়াস্ত্র সহ নির্বাচনী এলাকায় আসার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

http://www.anandalokfoundation.com/